চরৈবেতি মন্ত্র পথের, চিরজীবী বাতাসের সঙ্গে
নিত্য সইডাক আসে অলখঝোরার-
''জলকে চল্'
প্রাণ ও তো প্রদীপের মত চঞ্চল!
যেয়ো না তুমি,
হৃদয়ে ঊষ্ণ নাকি যুগলে আঁখির পরম জলধারা
লবনাক্ত জলের আস্বাদে নিচু বকের মত
তোমাকেও আর্দ্র করে দেবে
কচুরিদামের শয্যা,
খুব নিশ্চিন্তে তুমি ভেসে চলে যাবে
মরণের সমারোহে...
ফিরে যাও বারণাবত ঘুরে