কত দ্রুত চলে যায় শীতকালীন দিনগুলো ..
বড় ব্যস্ততার সমতান
আততায়ী হয়ে ওঠে ঘড়ির কাঁটা
স্বপ্নের পথে পাড়ি দেয় অপরাহ্নের ভাতঘুম
যার যা অনুভব, তাই-ই ঋতুসাজে
হলদে পাতার গালিচা
তার মধ্য দিয়ে হেঁটে যাওয়া.. যা কি না
সমকালীন দৃশ্যপটের থেকেও সুন্দর
চর্যাপদ আলো আসে
পৃথিবীর ওপার থেকে