এত এত গাছেদের নির্মাণ,
নির্মূল কিভাবে হল তারা
এই ভেবে ভেবেই কতকাল গেল,কেটেও যাবে।
দৃষ্টি স্বচ্ছ হতে হতে
অস্বচ্ছ হয়ে আসে ক্রমে।
চোখের আইরিশ রঙ বদলায়।
ওই উধাওনামা বরাবর
এক ব্যথা চিনচিনে
গান হতে হতে থেমে গেল আজও।
..........................................