ফুলের বোঁটাকে বলি আলিঙ্গন
শয়তানের ইবাদত বলতে কাঁটাভরা গুলদস্তা
মিথ্যা ও নকল আবেগে যাদের একটুও কাঁপে না চোখের পাতা
তাদেরও আমি স্থিতপ্রজ্ঞ বলি।
পাপ-পুণ্য ঝরাতে কেদার কাশী চারধাম নয়
কোন একদিন নিঃস্বার্থ কেউ এসে সামলে নিক্
সকল রকম পরিস্থিতি
ভ্যালেন্টাইন প্রতিটা দিন তার নামে
হাজার বছরের হলদেরঙা সূর্যমুখী বিকশিত হোক।