শব্দেও নেই ... কবিতায়ও নেই।
বরং আছি জখমী বিদ্বেষে।
পুঁতে রাখা ঘৃণায় মশালের জন্ম হয় যদি!
কানকে ঘেন্না করে করে শিখে গেছি আকথা-কুকথা,
ইদানিং গালিগালাজকেই বাকস্বাধীনতার নামে সমর্থন চালিয়ে যাচ্ছে যারা।
এদের মানে কাদের?
প্রচার মানে তোষণ, মিথ্যে বনাম সুখাদ্য ভাগাড়
উলটে দেয় পাশার দান
এরাই শিখন্ডি, স্টিয়ারিং-এ বসে দেশ চালান।
অনেকের গায়ের জামায় আবার গুঁড়ো সাবানের মত কলংক লেগে রয়েছে।
বেপাড়ার সাথে গলির কুকুরের ডাস্টবিন দখলদারি -বচসা,
নির্মম যুদ্ধ,সম্ভোগ ইত্যাদি নিয়ে ভাবি না।
মানুষই যখন লজ্জাবস্ত্রে ঢাকা উৎকৃষ্ট কৌতুক!