আর কিছু ন্যাড়া পোড়া
বিস্তৃত শস্যানল থেকে উড়ছে ছাই... মনে হয় সবটাই অপচ্ছায়া
সমে ভেড়ে না সমস্যার যুগলবন্দী
হাওয়া ও আকাশের রুদ্ধ পারাপার,

খুব সন্তর্পনে পাখিটি শস্যের গলাধঃকরণ করে উড়ে যাওয়ায়
উড়ে যায় অর্ধেক কোলাহল

মিশ্র এই যাপনের বিষ
ক্রমে ক্রমে
জমে মোম

পুড়িয়ে ফেলছি নিজেকে অস্থির,
নিশপিশ
বিরহী এক প্রেমাস্পদের চোখে।