শরীরে জমে টক্সিন-
কার্নিশে জমা পাখির পুরীষ।
দিনভর ব্যস্ততার সাতসতেরোয়
আমি' টি ফুরিয়ে যায় আমার ভেতর
ঊনআহারে মজবুত হলে ফের উঠে
দাঁড়ায় শিরদাঁড়া শক্ত করে।
দিনের ব্যর্থ গল্প স্মরণে আসে রাতে আর
ব্যর্থতার হিসেব কষতে কষতে
আবার সেই উদ্বেগহীন ছাউনি হওয়া..
পতঙ্গ ডেকে আনতে হয় না
ফুরফুরে লাগে
বেশ লাগে...বেশ!