সব সত্যি এখানে।
সূর্য সত্যি হলে কুয়োতলাও সত্যি।
কলাপাতারঙের উদাস পর্যটন কোনো কোনো রাস্তায়
রোয়াকে বাঁধা ছাগ, লাল লঙ্কার ফুলে মৌমাছি...
ঘরের পোলট্রিতে মোরগ ডাকলে সকাল হয় এদের
কতবার ভেবেছি আধ মফঃস্বলি বাড়িটাতে ঢুকে পড়ি।
এই ভাবনায় অভিকর্ষহীন হতে হতে শরীর খুব হাল্কা হয়ে গেলে
ভেসে যাই মাধ্যাকর্ষণের বিপরীতে ...
উলম্ব স্রোতে