বৃষ্টি প্রতিভাহীন, বেঁচে থাকে জলের ঋণ।
ফোঁটাগুলো ছুঁয়ে দিলে বুঝি সবটুকু
আমার আর আমার...
অলীক ও একায় ডুবে থাকে দুপুরের নিষিদ্ধ পরগাছারা ...
অক্ষম ভিখারীর চাঁদছোঁয়া বারণ।
যক্ষপুরীতে নেমে আসে কালরাত্রি ,
মুক্তি ও শাসন
মানে না অনুশাসন
তোমাকে ডাকতে গিয়ে বেঁধে ফেলি
কষ্টের এক পাখিকে খাঁচায়।
..................