১)
তিলকফোঁটার মত রোদ্দুর
ছেড়ে যায় আমাকে
ভাবছি সামলে নেব সময়মত, ভাষার মত শব্দ প্রয়োগে
সবাই আপন,পরও
চকিতে ছায়া সরে গেলে বুঝি সেও আপনই কেউ।
আপন স্বভাবের দোষসমূহ বর্জন করেই চলেছি আপাত
দুঃস্বপ্ন তো আসে,ভুলে যেতে দিই
শত্রু কে,মিত্র?
আমি জানি
চিন্তায় ধরি না আর
অ্যাড্রিনাল গ্রন্থিরা বিশ্রাম পাক একটু।
২)
নির্বাসন নিয়ে অনেক ভেবেছি, তোমাকে আড়ালে রেখে
অকারণ বৃষ্টি নেমেছে শুধু
তফাত যাও' বলতে গিয়ে লক্ষবার থেমেছি
শব্দ গিলে ফেলবার মতন তীব্র যন্ত্রণা নিয়ে
জীবন এত বিষ
পারছি না আর...