ছাঁটা ঘাস মসৃণ নয়, দাঁড়িকমাও..
যতিহীন অবুঝ মনের দিশা
পা বাড়ালেই ক্ষতি অনেক
কোথায় থামতে হয়
কোথায় দাঁড়াতে হয় সেটাই বুঝে নিতে হয় অভ্যাসে
সরল বাগানে হাঁটতে গিয়ে আখাম্বা পাথরে চোট খেয়ে যাই কোনোদিন
প্রতিটি হোঁচট নিত্য শেখায় কিছু
প্রতিটি ঠোকর সচেনতার ক্লাসরুম।