বৃষ্টি এলে আমবাগানের গন্ধ পাই তেমনি ...
প্রায় বসন্তে কিছু না কিছু হারাই-
গণিত এবং রোদচশমা
দু' চোখে স্বপ্ন যখন... কোথায় চলে যাই
না দেশ না ঠিকানা
তুমি তেমনি রইলে স্থির
ভূগোলের মত
ধর্মের মত
মোর্শেদের মত...
বৃত্ত মুছে দিয়ে দিয়ে
শেষবিন্দুতে আবদ্ধ সিন্ধু,
ঠোঁটের প্রান্ত
তেমনি হর্ষলাগা
.....................