নোনা  জোয়ারের গন্ধ বুকে নদী বহুদূর যায়, জলবিভাজিকাও .........
পেরেকের ব্যথা বুকে নিয়ে দন্ডায়মান কাঠের বর্গারা ,
নড়বড়ে পাল্লারা দুলতে থাকে প্রতিবার হাওয়ার জেরে

মৃত সংস্করণের মত পুরনো নথিরা একজোট…
আলপিন বিঁধিয়ে রাখা আজও পুরনো পন্থা। ঝাঁটার শলা বিঁধে যাওয়া
মাটির নরম বুকে
স্বচ্ছতার আলপনা
যাপনকে অনুগ্রহ করে  নস্টালজিয়ায় থেকে যায় সবই।

দু;খের বুকে বিসর্গ লেপ্টে থাকা ...
তুমিও কি ততটাই?

..................