তারপর
কোন একদিন খুব সকালে উঠে দেখব
পিতলরঙ রোদে বিক্কিরি হয়ে গেছে
গোটা পৃথিবীটা ছাদসহ,
পিউকাঁহা আর গ্রামবাউলের
দুই তারে বাঁধা যন্ত্রটাও ...
ঘর-বাজার-কর্মক্ষেত্র সবেতে
রোবট বান্দাদের দখল
তুমি-আমি আমরা হয়ে ওঠার রোমাঞ্চকর গল্প নেই,
প্রেম নেই তাই বুকভাঙা নেই
উচাটন নেই তাই অহংকার নেই
মায়া-মমতা-ভালোবাসার দিন শেষ
শিরায় বইবে অশুভ পালসারের
বিপরীতগামী স্রোত ...
নিউরনে যন্ত্রচালিতের বাসনা।