#
চাঁদের লবনপাহাড়ে ঘাস খেতে আসে
মহীনের ঘোড়াগুলো।প্ল্যাকার্ডের মত সেঁটে থাকে
তখন জোত্স্নারঙ প্যালিওলিথিক স্তব্ধতায়...
সবটাই বুঝি এদের অথবা কিছুই বুঝি না।
#
দুস্প্রাপ্য বইয়ের ঘ্রাণ নিলেও আমি'র অহম সাজ কিছুটা খসে যায়,
যান্ত্রিক স্তর পেরিয়ে গেলে ঘোড়ার জাবনা দিতে আসা
মেয়েটির মতই নিষ্পাপ, পবিত্র সব!
আমি'ত্ব থেকে সামান্য আলাদা হয়ে যেতেই পার্থক্য বুঝি--
জল থেকে মাটি
ঈর্ষার থেকে লবন
ছলনা থেকে দেবতার।
..............................