স্বজন খোঁজার হিড়িক নেই, বান্ধবহীন মানুষ আর
মিছরির ছুরি
মুখোশের নিচে,
রঙচটা ঋতু আর তার সাথে
ব্যালেন্স তৈরি করে
প্রচুর সর্ষেফুল
ফুটেছে তখনও কোথাও, যেখানে শীর্ণ এক নদীরেখ
ক্ষীণ সুতোর মত,আছে অজানা অচেনা এক স্বপ্নদেশের ইশারায়...
তোমাকে কি দিই বল?
-রঙ-তুলি না সাহচর্য্য দু'বেলার?