১
পাকা ধানে মই
দিয়ে গেছে অন্য কেউ
বিষনজরে ইঁদুর!
২
দেখাই কি করে
মুখোশ সমগ্র ছিঁড়ে
ফারাওয়ের প্রেম!
৩
না-বলা প্রশ্রয় 'হ্যাঁ'
খরদাহের বিপরীতে
শীতল চাঁদোয়া
৪
শুঁয়োপোকার ঘুমে
ঝিঁঝিঁকাতর আবছায়া
বারান্দার কোণে
৫
স্বপ্নবাজ ঘুড়ি
পাথুরে কল্পলোকে
ব্যর্থ উড়ানে.