সূক্ষ্ম অনুভূতিনামায়
সুপ্ত ব্যথার মধ্যে মিশে থাকে এক অনিবার্য সুখ,
মূক পেশীগুলো একে ভাবে দহন
লুকানো মন ভাবে শেষ স্বীকারোক্তিসমূহ।
জীবনে কিছুই হল না
এলোমেলো ঘোরাঘুরি অনেক ফেরারি বাউলের মেলায়
নিজের শূন্যের আশ্রয়ে রেখে তালাবন্ধ অতীত
সঞ্চয় ...
যা হয়ে উঠেছে ট্র্যাজিক, প্রহসনও বটে
অসঙ্গতির হাজার খটকায় আপন ঘর
শ্বাসরুদ্ধ হয় শতাধিক জবাবদিহির প্রশ্নে…
............