বাসি বৎসরনামায়
প্রভূত পাপ ও মনখারাপ ফেলে এসেছ
শব্দ ও শব্দাতীত তথ্যসমূহ
সময়ের খাপছাড়া স্বীকারোক্তি সব!

এই উন্মাদলিখন
অথৈ পাগলের মত,ছেড়ে যাচ্ছে
আমাদের সব শরীরের আশ্রয়ে রেখে।

যাপন...
কাটছে অবুঝের বেলা বয়ে
এখনও বহু উপেক্ষা সয়ে
পড়ে আছে পাখির বুনো বাসাটির মত ....