ভেবেছিলাম কুশল জানাব শেষ চিঠির জবাবে-
তার বদলে অন্যমনষ্ক শীতকাল যাচ্ছে
এভাবেই কেটেছে সারাটা বছর …
আনমনায় লুকোচুরি খেলে।
গাঢ় হিমে কাঁপুনি,সাথে সাথে গোড়ালি অব্দি নেড়ে যাচ্ছে
মাস পয়লার শীত
জিভে এসে ঠেকে অন্ত্রের খালি শ্বাস …
ক্রমে মুর্ধায়,
দাঁতের গোড়ায়
স্রেফ ভিড় ও আগুন উস্কে দিতেই বর্ষবরণ-
পঁচিশ সালকে স্বাগত জানাবার
যথেষ্ট উদ্দীপনা তার রয়েছে।