একটাই ঘুড়ি...পাড়াময় ঘুরছে
ভোকাট্টা ঘুড়ির পিছনে সহর্ষ উল্লাস,
যেন প্যাভিলিয়ন জয় করে ফিরছে!

অন্যমনস্কের মত ফিরি আজকাল।ধারে কিনি জানলা।
ঘুড়ি দেখার সাধ আমার অনেকদিনের।

দূর ছাই কি যে হল!
ভোকাট্টা ঘুড়ি গোঁত্তা খেয়ে সিধে এই জানলায়...
সুতো-ছেঁড়া টানটাই কখনও পিছুটান ছিটেল প্রেমে
লাটাই হাতে  সুতোর প্রান্ত ইচ্ছে করে কেটে দেওয়া

এই খেলাটায় কেন জানি মন বসছে না।


--------------------------------------------------