১
কিছু জন্মান্ধ মেঘ ঢেকে দেয় সূর্যের শাসন!
বেচারি সুর্যমুখী সুর্য দেখা থকে বঞ্চিত হয় সেদিন।
২
দুটো হাত ছড়িয়ে মুক্তির আনন্দ সবাই নিতে জানে না,
নিয়তির অদৃশ্য হ্যান্ডকাপ ঝুলছে
যুক্তাক্ষরের মতন।
৩
যে আবিরের স্পর্শই পেল না তাকেই
তাড়া করে বসন্তরোগ।
৪
সভ্যতা নদীকে বহন করে না, নদী সবটাই বহন করে।
ভেসে আসা অনাদৃত শেকড়বাকড়,অনামী কাষ্ঠখন্ড,পালাহীন শাখাদেরও
ঠাঁই এনে দিয়েছে কাটুমকুটুম শিল্পসম্ভারে।
৫
প্রিয় শত্রু,
আজও মুদ্রাদোষে আঙ্গুলের ডগা দিয়ে খুঁটে খুঁটে
তোর নামের আদ্যক্ষর লেখা,
ঠোঁটে খেলে একচিলতে হাসি।চাঁদ দেখার সময় বেড়ে যায়।