রাজপথের যানবাহনও বহতা মানুষের মত..
ঢাকা ধূলোর প্রান্তর যেন ময়লাটে গণশোক,
জন্তুঘোরে পাশ কাটিয়ে যায় সবাই
সূর্যাস্তে-সূর্যোদয়ে গেঁয়ো আল প্রকট হয় …
লবণাম্বু ঘাসজমিনের সরলতা কারো জন্যে নয়
অন্তত মানুষের জন্য তো নয়ই
মরা বিকেলের পর সন্ধ্যা হতেই
টের পাওয়া যায়
দূর থেকে কিছু কিছু সংখ্যক পৃথিবীর পথ
বন্ধ হয়ে আসছে
চলাচলকারীদের লক্ষ্য করে