জল থেকে উঠে যাওয়া ধূ ধূ ডাঙা একমুঠো ঘাসের জন্য হিমের করুণা চাইছে।
মেটে তিতির আর শীতকালীন হাঁসে ভরে আসে তার
পরিযায়ী দিন ...
তবু
কাতরতা যায় নি তার, তমসাতীর আর জলের নির্জন
আরও একায় ফেলে দেয় তাকে,
দুঃখডাঙায় ওঠে আসে না সুখের পানকৌড়িও!
জীবজগৎ তথৈবচ।