গ্রিলে স্পর্শ না দিয়েই উড়ে যায় জোড়া প্রজাপতি
হয়তো লুকোচুরি  খেলার মস্ত অভ্যেসে ...
স্পর্শের ব্যাকরণহীন জগতে নেই মর্মচোঁয়ানো  ছোঁয়ারা
অকপট হৃদয়ের পলিতে কতদিন লাঙলের আঁচড় পড়ে না
দেহের বিদ্যুৎ বুঝে নিতে হয় আঙুলের রক্তে  ছুঁচ ফুটিয়ে!

নাকাম স্পর্শগুলো দিয়ে যাবে অবিরাম কলঙ্ক ভোগের যন্ত্রণা
ক্রমাগতই হোঁচট খাওয়া লেগে থাকে যাপনের  ব্রেইলে।

.........