যাদের অঢেল আছে আর যাদের পাত্র ফুটো,
সময় তাদের নিয়েই ব্যাভিচার খেলে

সত্যিটা জ্বলছে ফসফরাসের মত...

আসল নকল বুঝে লাভ নেই
তামাম দুনিয়া পরখ করছে
চামড়া-আঁটা মুখোশ
মুখ

পূর্ণগ্রাস গ্রহণের সময়সীমা পেরিয়ে গেলেও
চাঁদতারা-সূর্য একই থাকে
দুদিনের দুঃখ-সুখে
সাজানো বৈভব,গৃহস্থালি মানুষের
কতদূর পূর্ণতা পায়?
.....................