অসুখের দরুন
দীর্ঘ পর্দা ঝুলে টানা জানলায়...
অসুখ তো ভালোবাসাই একরকমের,
ফিরে ফিরে আসতেই হয় তাকে।
রুগ্ন অধিকারে ছুঁয়ে দেয়
সবকটি
শীতের দস্তানা
শীতকালের সান্ধ্যকালীন সংরাগ
আর আগুনে চড়চড় করে ওঠা
ফাটা ঠোঁট
বলতে গিয়েও বলা হয় না
সান্নিধ্যের পার্শ্বপ্রতিক্রিয়াসমূহ...
(করোনাকালের কবিতা)