অল্পই হেঁটেছ যার সঙ্গে,তাদের কথা বেশি মনে পড়ে
স্পর্শই মনে পড়ে
...নিষিদ্ধ ফল ঠোঁট ছোঁয়ার মত!
বিকেলের যে রিনরিনে নদীটা আবেশে বয়ে চলেছে
তাকে চালিত করছে বিগত বর্ষাজল
সাম্প্রতিক বৃষ্টি অপর্যাপ্ত হলেও অল্পই প্রভাব ফেলে তার
অল্পই কথা,ভাবানুবাদ বেশি যার
সুর অনুভূত হয় প্রাণে, আগুন জ্বালে ধিকিধিকি
প্রগাঢ় ছেয়ে থাকে নিবিড় আত্মায়, সংবেদনশীল ...