১)সন্দেহ
অতএব বিশ্বাস যদি পাথর সরাতে পারে তো সন্দেহ
উত্তরোত্তর পাহাড় তৈরীতে যোগ দেবে
সন্দেহ দানা বাঁধতেই থাকে যদি
প্রশ্নের উত্তর যথাযথ না মেলে
সন্দেহে ডুবে যাওয়া চিন্তারা অহেতুক
বদলে যায়
হারিয়ে যায়
বিশ্বাসও ছেলেখেলায়
সন্দেহে ভালোবাসা মুছে দিয়ে
কত সহজেই সে আজ অন্য কেউ!
২) ফরিয়াদ
ঘুমিয়ে পড়ে ফরিয়াদ ...অক্ষরও!
মৃত সৈনিকের অস্ত্রের মত পড়ে থাকে কাগজ, কলম
অসার হাত
নিষ্ঠুর শান্তির মত চিলেকোঠা!
অন্ধকার বাতাস অপত্য পরশ বুলায় দরজা-জানলার গায়ে
জানে পীড়িত,
ওদেরও তো কষ্ট আছে ঘূণে খাওয়া।
....................................