কাংস্য থালার রঙে সূর্যোদয় ও
গোধূলি …পায়ের কাছে  অবনত শস্যজমিন

লাল মেঘ ফেলে যায় ‘পুনশ্চ’ দিগন্ত পারাপারে
লোকসানে ডানা ঝরিয়ে বসে থাকে ভাবুক একা হাটবাজারে

মিটিমিটি আলো সঙ্গী করে  আয়নার বুকে খুঁজি আঠা...
আঁচড়ে তুলি  বড়-মাঝারি  লাল টিপ
রক্তের ফোঁটার মতই
বিস্ফোরক আঠালো...!