অপরাহ্ণের শকুন আর ঝিমধরা বিড়ালের অলস ছবি
যে কজন মানুষ
শীতল শ্বাস নেয়
পাখার তলায়
মৃত্যুর মত নেমে আসে তাদের সুষুপ্তি
স্বাপ্নিক অভিযানে বিছানায় ও বদ্ধবাতাসে
এক প্রহর অন্য প্রহরে চলে যাওয়া নিয়ে সংলাপহীন মুহুর্ত্তরা
নিহত রৌদ্রের ভেতরেও থেমে থাকে অবিচল
এরই নাম বিকেল বোধহয়
তৈজস চুঁইয়ে রাঙা আলো
এসময়ে কিছু হারিয়ে ফেলাটাই আবিষ্কার,পূন্যার্জন ...