ভালোবাসা মাখা শব্দগুলি
পাখি কেমন অবশ হয়ে আসে বারান্দায়...

গোসাঘরে বন্দি কোহিনূর কত কথা,
তুমি জানলে না তো!


আর সময়কে সারাংশ করতে রুদ্রাক্ষের স্তুতি
যত ছুটছি, দশাশ্বমেধের ঘোড়া

পা দুটো অবশ হয়ে আসে,ফুলে আসা নখের কোণ
শব্দ না করে বসে থাকি
কত আর অন্ধকার মেখে শুয়ে থাকি
ঠোঁটে কথাবলা ফাল্গুন

........................