কালচে সাঁঝে আনমনা চলে যায় অন্ধকারমুখী যানবাহন …
ফাঁকে ফাঁকে  উড়ে যেতে দেখি
ঝাঁকের পোকাদের মিছিল
শুনেছি জোনাকিরাও নাকি আজকাল  আকাশেই বেঁধেছে ঘর
সময় এমনও আসে  ভাবনায় আসে মৃত্যু্র পরবর্তী হিম
ঘরোয়া তুলসী মঞ্চে তাই প্রদীপের আলো জ্বালিয়ে
টেনে আনি আপন অস্তিত্ব।
আমিই অগ্নিহোত্রী
তাই মোক্ষাগ্নি সেরে রাখি চুপিচুপি।
গোপন সমিধ ছুঁয়ে  দিন যায়, নিশিও

--------------------------------
অগ্নিহোত্রী-যে  নিয়মিতভাবে অগ্নিহোম বা যজ্ঞ করে
**মোক্ষাগ্নি-মোক্ষ লাভের জন্য অগ্নি দান  প্রার্থনা