ঘুরে ফিরে আবার সেই গোধূলির অপেক্ষা ...
যেখানে কলসীপত্রের অন্ধকারে
ডুবে যাওয়া অতল
শূন্য বল, দৃশ্য বল সবই লীলা,ভ্রম
সময় এমনও আসে রঙের ছটায় গুলিয়ে যায়
অন্ধ দৃষ্টি
চোখ থেকেও না-থাকারই সমান
সাইকেডেলিক দুনিয়ার সম্মোহন
বেশ ন্যুব্জ আর আকর্ষ বিলাসী
মতিগতি ঠিক রাখা দায়।