মৃত্যুর ছোঁয়াচে উৎসব মাড়িয়ে এসেছি আমরা
যেন কতকাল স্বপ্নহীন স্বজাতি
ক্ষোভ, মর্মব্যথা নিয়ে রাতের সন্নাটায়...
শীতের তোষক-বালিশ রোদে দিয়ে মুখোমুখি হব
অরব আগুনতৃষায়
একটু করে বাঁচা যাবে নতুন নতুন বাঁচার তাগিদে
কুলুঙ্গির লক্ষ্মীপটে কপাল ঠেকিয়ে
সামান্য জল,আসনপিঁড়ি... মধ্যবিত্ত
বাসনায় ছোঁয়া নেই, নেই অসুখ্...জ্বর
আমার কাছে সময়ই তাই বলশালী ঈশ্বর