অভাবের স্বরূপ এমনি  যে না চাইলেও বেরিয়ে পড়ে
চোখ দিয়ে ঠিকরে বের হয় গরীবী দুর্দশার নীল যন্ত্রনা  …

কবুতরে  বিহ্বল ভাঙা  টিনশেড, কাঠের  বিমে  
গোমড়ামুখো কাক
সবই দূর্বলতার কেন্দ্রে বসে থাকা …

তোবড়ানো তামাটে সবুজ ঘটির
ভাস্কর্য গড়েছে যেন  তোমার  করুণ গালে
দেখি জানলার ওপার- বসন্তলাস্যে
সবই খোলামকুচি,
ধনীর  নামফলকেও  যখন চেপে বসে চৈত্রধূলি!


--------------------------