১
বাইরে অফুরন্ত ডাক পাতি সরালির
অস্ফুটে … সুদূর সুদূর
মফঃস্বল পথে নামাবে ছিমছাম ভয়
তারও আগে গোধূলি নামবে কুয়াশায়
সন্ধ্যে হলে তোমাকে ভাবা চাই অন্তত একবার
একটা ঢোঁক আটকে আছে গলায় অ্যাডেসিভ লাগিয়ে
জমছে আরো তলায় তলায় ...আলটাকরায়
২
নীরবতা পালন করছে দশদিক, দশাবতার যেন সময়
পৃথিবী মৌন হলে প্রকৃতি পরমদাতা
এসো ভিক্ষাপাত্র বাড়াই
ফুলগুলি কুয়াশার সম্মতি ভাবে নুয়ে আছে দেখো।
-------------------------------