একটা বয়স্ক টেবিলে হাতঘড়ি ঘুমায় চিতি সাপের মত।
নোঙর-ছেঁড়া দোমড়ানো বৃষ্টি, ভিজে ভিজে
তৈরি হয়েছে ভয়ঙ্কর স্তব্ধতা এমন
ঘরের ভিতর ও বাইরে একইরকম
মাছ হয়ে ঘুমোচ্ছে যেন গোটা পৃথিবীটা
কাঠের লগের ফাঁকা মাঝখানটায় শুয়ে নিদ্রিত বেড়াল
স্বাপ্নিক মর্যাদায় মোহঘোরে থাকতেই যেন একটানা বৃষ্টির ধারাপাত
ভালোবাসা ও তৃণ চারগুণা লাফিয়ে বাড়ে!
..................