ক্ষণিক অজ্ঞানতা চোখে নেমে এলে দেখি সর্ষেফুল
দিগন্তব্যাপী যাকে দেখি,তারও কি সবটাই ছাপা ফর্মার ভুল?
সাদা দেওয়াল ভরে যাচ্ছে শ্যাডো প্লে'র কংকালে
দীর্ঘশ্বাস হয়ে যায় বারংবার শ্বাসের ভুলে
না-কথা লিখে ফেললেই জিয়নকাঠি'র ভেলকিতে হয়ে আশ্চর্য ভরপুর
আক্ষেপ নয় আর,
স্তোববাক্যে মিথ্যে মেশাও বরং
যতদূর গল্পগাছায় সফরনামা কেটে যায়
এ ঘর সম্মত হয়েই আছে ততদূর