নিসর্গই খোলাপাঠ।
কোথা থেকে যেন উড়োবাতাস এক রেকাবি ঝুরোপাতা
ধুলোবালিদের এনে বলে,এদের সামলে রেখ।
বসন্ত হেঁটে যাওয়ার আগে হলুদকে করেছে ধূসর দামী,
মৃতজাতের অনুভূতিগুলোকে দিয়েছে স্পর্শ পানপাতার
আমাদের বিচ্ছিন্ন করে দেয় অন্তর্মুখীনতা
পানবরজে পান নয়, ঝুলছে
ফেসবুক ট্রোলারদের অসংখ্য
সবুজ হৃদয়
মানুষের মত,
এদের কেউ-ই হৃদয়বান মানুষ না।