সাপলুডোর মত বেয়াদব সিঁড়ি ভাঙতে ভাঙতে
উৎফুল্ল থাকি ভেতরে ভেতরে
বৈপরীত্য ভাবলে দৃঢ় হয়ে আসে
পায়ের গোছার ছন্দ ...

এই গতিময়তা তুলে আনছে সন্তর্পণে  
শান্তি আপাত

সংগ্রামের কঠোর সিঁড়ি ভাঙতে ভাঙতে
দু'পা এখন বৃক্ষপর্বে সমাসীন।
পায়ের পাতা জুড়ে অদৃশ্য শৈত্যের অনুভব অপকামী শক্তিগুলোর মত
হেঁটে যেতে চাইছি তবু একটা
তীর্থযাত্রার মত
ব্রতী শ্রমণ পথ ধরে
চেয়ে থাকা অশেষ লতাগুলঞ্চের বন
...