নদীর পলি যখন নামে প্রতিটি ঢেউ তখন তার অন্তরায়
দৃশ্যটি হয়তো পাললিক, মনছোঁয়া
তবে
কিছুটা ক্ষেত্রে জীবনের সীমাবদ্ধতাগুলো ...

অশৌচকালীন নিয়ম পালন চলছে
নশ্বর লোকালয়ে
খুলে খুলে দেখি যাবতীয় স্মৃতির পাতা,
স্বাদ-বিস্বাদ দুটোই হাতড়াই,নুনের নকশা গালে যেন
অভাগা চর পড়ে আছে চন্দ্রভাগার
সমুদ্রে যাওয়াও বারণ

........................