১
রুক্ষ হেমন্তেও নেশায় জড়িয়ে আছি ঘোরতর
ছাতিম শুধু তোমারই জন্য …
২
অনুনাদে ফিরে ফিরে আসে বিয়ের মন্ত্র...
আমার তো হৃদয়ে একটাই উচ্চারণ -’’ভালোবাসি’’,
কাগজে -কলমে,গাছের গায়ে
এমনকি পাথরে লিখলেও সমানুপাতিক
৩
আর ভাবছি মুঠোভরা তাপমান
গরম কফিকাপে তালু সেঁকে হাতের নাগালে এসে যায়
আড়ষ্ট সকাল...
শীতকাল বলে কিভাবে ছেড়ে থাকি
পরস্পরের হাত...বলো তো ?
-----------------------------