১
ভাবো যাবার সময় কিছু নেই হাতে,
একমাত্র রুমালটিও খোয়ালে
এবার শেষ সুগন্ধটুকুও চলে যাবে অন্য কারো মুঠোয়!
প্রতিবেশী খাঁচাটা শূন্য পড়ে আছে
দাঁড়ে-বসা পাখিটির হৃদপিন্ড কাঁটা হয়ে আছে শুধু এই ভেবেই……
মরশুমী ফুলের নরম গভীরে বসা
হতভাগ্য মৌমাছিটিও জানে-
এই রূপনগর তার নয়
এই মধুও তার ভাগ্য নয়
শুঁড়ের তলা দিয়ে নিয়ে যাবে তুলে কেউ
চুপিসারে
২
মাটির দেশ আমার
চৌরাশিয়ার বাঁশি সর্বস্ব
মৃত্যু থেকে ফেরায় জীবনে,
এ বাঁশি তার চমৎকার প্রতিষেধক !
---------------------------