শহরজোড়া উৎসব, আজ আর কাল মিলে
কয়েক লক্ষ কোটি হাতে উঠবে প্রাণের প্রদীপ
লাভ-লোকসানের সীমা পেরিয়ে দেখা যাবে
বাজারসূচক কোনো অঙ্কই জন্ম নেয় নি আর!
......
আলোগুলো যথাস্থানে বসিয়ে দেবার পর
হাল্কা হতে হতে পূর্ণ লাগে একসময়
জ্বলন্ত ফুলগুলো দূর করে অমাবস্যার অন্ধকার
আকাশবাতির মধ্য দিয়ে যদি দীর্ঘ হতে পারতাম
ছুঁতে চাইতাম ঈশ্বরকণার স্রোত,
মায়ের মুখ
দীপাবলি শুভ হোক সবার।