১
বেশি চাইলে যা যা হয়-
আভ্যন্তরীণ স্পৃহাগুলো পুরনো দেয়ালের মত হাঁপিয়ে
ওঠে
নতুন রঙ লাগে না সহজে,লাগলেও ঝুরঝুরে,বেমানান!
২
হয়তো বা শ্রাবণের বুক ছুঁয়েই
থেমে থাকবে দেমাকের রঙ নিয়ে
গুমোট মেঘের খামখেয়াল।
হন্যে হয়ে ভেসে যায় সবুরের দিন,
বৃষ্টির মেওয়া না ফলে
মাটি আঁকড়ে রাঢ়ের মফস্বল।আমলনামা দিয়ে রেখেছে
পরিবর্তনের কোনও এক মাঝখানেই
থেমে রয়েছে সে-ও …।
------------