বিড়াল ডেকেই যায় ...
কি করে শরত লিখি?
ব্রেইল থেকে মুছে যাচ্ছে আগামীর শব্দগুচ্ছ,
মুথাঘাসে অনুপ্রাসে
একই শব্দ কেন বারবার আসে?
বানভাসি... বানভাসি!
সদ্য বিধবার সাদা থানের কাছে উজ্জ্বলতা হারায় যত কাশফুল...
কি করে শরত লিখি?
আবার সব কেমন উলটে পালটে যাচ্ছে, উৎসবের সাজ
হাতে ধরিয়ে দিয়ে আচমকাই চলে যাচ্ছে দমকা হাওয়া,
হোঁচট খাওয়া সানন্দ ছেলেটা আবার ফিরে আসবে,
ডাঁটাশুদ্ধ পদ্মকলি হাতে,পানিফল
উঠানে রঙ্গোলী রেখে কি ঘুমিয়ে পড়া যায়?
এসো শরত লিখি