বরফিলা আর বিমূঢ় হিম থাবা এই অসাঢ় ডিসেম্বরে

শীতের ঘরগুলো
পেরিয়ে পুকুরের জলে ছায়া ফেলছে কুয়াশা

বিয়ের মত সুন্দর এই মুহুর্তরা

হলুদ ফুলের মাথা দোলানো ইতিবাচক ভঙ্গিতে ...

বেঁচে থাকার মানেই তো মেনে নেওয়া সব
মেনে নেওয়ার কারিগর মধ্যবিত্ত
গা -সওয়া ভাবের শৈত্যতা তাদের ফল্গুরক্তে


........................