অভিসারের প্রস্তাব নিয়ে এলে একটা পাখি নদীর ধারে
গলে গলে হেমলক জ্যোৎস্না হয়ে যায়।

আমি তার পালকের মায়ায় পড়েছি  একটু একটু...


অন্য এক আগুনের তাপ জমাট প্রতিহিংসায়। পাপ নামছে  পৃথিবীর যত
সান্ধ্য চুলের অহংকারে।এইখানে একদিন
ডুবে যায়  
শবরী ধ্যানে,
দোয়া-দুরুদ-
প্রার্থনায়-ক্যারলে
ভেঙে ভেঙে  আসছে
ওঁ শান্তির ওম
সিঁদুরসর্বস্ব মেঘের আলতা-কুমকুম
উলুধ্বনি আজ

সবই  প্রভুর নামে