১
অভিসারের প্রস্তাব নিয়ে এলে একটা পাখি নদীর ধারে
গলে গলে হেমলক জ্যোৎস্না হয়ে যায়।
আমি তার পালকের মায়ায় পড়েছি একটু একটু...
২
অন্য এক আগুনের তাপ জমাট প্রতিহিংসায়। পাপ নামছে পৃথিবীর যত
সান্ধ্য চুলের অহংকারে।এইখানে একদিন
ডুবে যায়
শবরী ধ্যানে,
দোয়া-দুরুদ-
প্রার্থনায়-ক্যারলে
ভেঙে ভেঙে আসছে
ওঁ শান্তির ওম
সিঁদুরসর্বস্ব মেঘের আলতা-কুমকুম
উলুধ্বনি আজ
সবই প্রভুর নামে