রবিশস্যের মুখে চোখে কে যেন অজস্র বৃষ্টি ছিটে দিয়েছে
ধূলো মরে গিয়ে আবার নতুন করে শুরু হবে
গাঙ্গেয়-সিন্ধু উপকূলে
সবুজ হওয়ার দিন   …

চারদিক শীতল শীতল।বুনো এমন রাত্রিতে  
চাঁছা কাঠের প্রান্তভাগ আগুনে যেতেই
সাপের মত     ধোঁয়ার নিশানা
আট ভাঁজের চিন্তা নামে কপাল জুড়ে-
আশরীর পর্ণমোচী  একটা রঙে
পৃথিবীকে মুড়ে রাখার বিধান দেবার পর
ঈশ্বরও কি বিশ্রামে চলে গেলেন ফেরেস্তা শহরের ?


*ফেরেস্তা শহর- লস অ্যাঞ্জেলস